
Samim Uzzaman
Read Count : 54
Category : Poems
Sub Category : N/A
অবিচার
সামিম উজ্জামান
যার প্রাপ্য যেখানে নয়
সেখানেই যদি তাকে প্রাপক করা হয়
হতে পারে সেটা মস্ত বড় ভুল
দিতে হতে পারে একদিন তার চূড়ান্ত মাশুল ।।
পাখির খাদ্য পাখিিিরা খাাবে
উটের খাদ্য উট
রাজ প্রহরীর সাজেনা পালিশ করা
ওই মুখে মজুরের বুট ।।
গাধার পেট ভরাতে
উট এর খাদ্য হরণ করা- মহাপাপ
দুধে জল মেশানো গোয়ালার
মুখেে ফোট যেমন অপরাধের ছাপ ।।
দুধে জল মিশিয়ে কোন কালে
পারেনি হতে কেউ ধনী
কেউটের দশা হয় শেষে
হারিয়ে নিজের মনি ।।
যার জন্য করলে চুরি
সেই যখন বলবে চোর
হৃদয় মাঝে ফাটবে রোদন
ঝরবে পানি চোখের পর ।।
যার প্রাপ্য যেখানে নাই
তাকে প্রাপক সেখানে করোনা তাই ।।
Comments
- No Comments